‘জর্জ ওয়াশিংটন থেকে ডোনাল্ড ট্রাম্প’ ড. মোহাম্মদ আমীন এর লেখা একটি গবেষণামূলক জীবনী গ্রন্থ। ইতোঃপূর্বে তিনি আরো অনেকের জীবনী লিখেছেন। তন্মধ্যে ১৯০১ থেকে ১৯১৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীগণের জীবনী, পৃথিবীর বিভিন্ন দেশের জাতির পিতাগণের জীবনী, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের জীবনী, কক্সবাজার শহরের প্রতিষ্ঠাতা হিরাম কক্স এর জীবনী প্রভৃতি উল্লেখযোগ্য। জীবনী লেখায় ড. আমীনের একটি নিজস্ব আঙ্গিক ও ব্যতিক্রমী দক্ষতা রয়েছে। ছোটো ছোটো বাক্যে সহজ ভাষায় বর্ণনা জীবনী গ্রন্থকে সুখপাঠ্য করে তোলে। অধিকন্তু তিনি জীবনী রচনায় এমন ঘটনার সন্নিবেশ ঘটনা, যাতে পাঠক উপন্যাস পড়ার মতো অন্যরকম অনুভূতিতে আবিষ্ট থাকতে বাধ্য হন। বিস্তৃত পরিসর থেকে তিনি অতি আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি এমনভাবে তুলে আনেন, যাতে অল্প পরিসরে পাঠক ওই ব্যক্তির জীবনী সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারেন। জর্জ ওয়াশিংটন থেকে ডোনাল্ড ট্রাম্প বইটিতেও লেখকের এমন ব্যতিক্রমী দক্ষতার পরিচয় পাওয়া যায়। জর্জ ওয়াশিংটন থেকে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার প্রেসিডেন্টের সংখ্যা ৪৪। বইটিতে এই ৪৪ জন প্রেসিডেন্টের জীবনী, তাঁদের ব্যক্তিগত এবং রাজনীতিক জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা-সহ বিস্তারিত বর্ণনা করা হয়েছে বেশ সহজ ভাষায়। বইটিতে কোন ব্যক্তি কখন, কীভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, প্রেসিডেন্ট থাকাকালীন তাঁদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁদের দৃষ্টিভঙ্গি, আমেরিকার রাজনীতির সঙ্গে বিশ্বরাজনীতির সম্পর্ক, জনপ্রিয়তা, ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি এবং বৈচিত্র্যময় ঘটনাবলী বর্ণনা করা হয়েছে। যেসব প্রেসিডেন্টের জীবনী সম্পর্কে এই বই হতে বিস্তারিত তথ্য পাওয়া যাবে তাদের নাম হচ্ছে :
১। জর্জ ওয়াশিংটন :১৭৮৯-১৭৯৭
২। জন এডাম্স :১৭৯৭-১৮০১
৩। থমাস জেফারসন :১৮০১-১৮০৯
৪। জেমস মেডিসন : ১৮০৯-১৮১৭
৫। জেমস মনরো : ১৮১৭-১৮২৫
৬। জন কুইন্সি এডাম্স :১৮২৫-১৮২৯
৭। এন্ড্রু জ্যাকসন :১৮২৯-১৮৩৭
৮। মার্টিন ভ্যান ভ্যারেন : ১৮৩৭-১৮৪
৯। উইলিয়াম হ্যানরি হ্যারিসন : ১৮৪১-১৮৪১
১০। জন টেইলর :১৮৪১-১৮৪৫
১১। জেম্স কে পোল্ক :১৮৪৫- ১৮৪৯
১২। জেচারি টেইলর : ১৮৪৯-১৮৫০
১৩। মিলার্ড ফিল্মোর :১৮৫-১৮৫৩
১৪। ফ্রান্কলিন পার্চ : ১৮৫৩-১৮৫৭
১৫। জেমস বুকানন : ১৮৫৭-১৮৬১
১৬। আব্রাহাম লিংকন : ১৮৬১-১৮৬৫
১৭। এন্ড্রু জনসন :১৮৬৫-১৮৬৯
১৮। ইলিসিস এস গ্র্যান্ট :১৮৬৯-১৮৭৭
১৯। রাদারফোর্ড বি হ্যাইস : ১৮৭৭-১৮৮১
২০। জেম্স এ গারফিল্ড : ১৮৮১- ১৮৮১
২১। চেস্টার এ আর্থার : ১৮৮১-১৮৮৫
২২। গ্রোভার ক্লিভল্যান্ড : ১৮৮৫-১৮৮৯
২৩। বেন্জামিন হ্যারিসন : ১৮৮৯-১৮৯৩
২৪। গ্রোভার ক্লিভল্যান্ড : ১৮৯৩-১৮৯৭
২৫। উইলিয়াম ম্যাককিন্লি :১৮৯৭-১৯০১
২৬। থিউডর রুজভেল্ট :১৯০১-১৯০৯
২৭। উইলিয়াম এইচ টাফ্ট :১৯০৯-১৯১৩
২৮। উড্রো উইল্সন : ১৯১৩-১৯২১
২৯। ওয়্যারেন জি হার্ডিং : ১৯২১-১৯২৩
৩০। ক্যালভিন কোলিজ : ১৯২৩- ১৯২৯
৩১। হার্ভাট সি হুভার : ১৯২৯- ১৯৩৩
৩২। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট :১৯৩৩- ১৯৪৫
৩৩। হ্যারি এস ট্রুম্যান : ১৯৪৫-১৯৫৩
৩৪। ডইট ডি আইজেনহাওয়ার :১৯৫৩-১৯৬১।
৩৫। জন এফ কেনেডি : ১৯৬১-১৯৬৩
৩৬। লিন্ডন বি জনসন :১৯৬৩-১৯৬৯
৩৭। রির্চাড এম নিক্সন : ১৯৬৯-১৯৭৪
৩৮। গ্যারাল্ড ফোর্ড :১৯৭৪-১৯৭৭
৩৯। জিমি কার্টার : ১৯৭৭-১৯৮১
৪০। রোনাল্ড রিগ্যান : ১৯৮১-১৯৮৯
৪১। জর্জ বুশ : ১৯৮৯-১৯৯৩
৪২। বিল ক্লিনটন : ১৯৯৩-২০০১
৪৩। জর্জ ডবি¬উ বুশ ২০০১-২০০৮
৪৪। বারাক হোসেন ওবামা, ২০০৯- ২০১৭
৪৫. ডোনাল্ড ট্রাম্প (২০১৭-)
বইটির প্রকাশক : শোভা প্রকাশ। বইটি অমর একুশে গ্রন্থমেলায় শোভা প্রকাশ এর প্যাভিলিয়নে পাওয়া যাবে। ছাত্র, গবেষক, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী-সহ আমেরিকার প্রেসিডেন্ট সম্বন্ধে জানার আগ্রহী সবার কাছে গ্রন্থটি একটি মূল্যবান সংগ্রহ হিসেবে বিবেচিত হতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন