রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯

কন্দর্পের বাণ ও কলিযুগের গল্প / ড. মোহাম্মদ আমীন



মানুষের জীবন নানা অভিজ্ঞতায় সঞ্চিত বৈচিত্র্যময়
কাহিনির অসীম একটি পুস্তক যে পুস্তকে ঘটনারাজি
অনেকটা হার্ডডিস্কের মতো সুপ্ত অবস্থায় রক্ষিত থাকে প্রতিনিয়ত আমাদের অভিজ্ঞতা বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জীবন-পুস্তকের পরিধি আর ঘটনার ঘনঘটা  এই পুস্তক ততক্ষণ পর্যন্ত কেউ অধ্যয়ন করতে পারে না, যতক্ষণ পর্যন্ত না তা ভাষিক বিবরণে কাগজে মুদ্রিত হয় প্রাত্যহিক জীবনে চলার পথে নানা অভিজ্ঞতার আলোকে আমার জীবনপুস্তকে সঞ্চিত কয়েকটা ঘটনাকে এখানে ভাষিক লাস্যে সর্বসাধারণের পাঠযোগ্য করে দেওয়া হলো

ঘটনাগুলো আপনার মনে কেমন অনুভূতি সৃষ্টি করবে তা আমি জানি না, কিন্তু আমার জীবনে ঘটে যাওয়া কাহিনিকে বদলে দেওয়ার শক্তি আমার নেই যাই লাগুক, ঘটনাগুলো আপনাকে আমার জীবনপুস্তক সম্পর্কে ধারণা দেবে- এটি নিশ্চিত বলতে পারি। 


ড. মোহাম্মদ আমীনের রায়োহরণ /প্রণব রায়



আমরা গড়ে উঠি আমাদের চারপাশের পরিবেশকে কেন্দ্র করে। পরিবেশের উপর নির্ভর করে গড়ে উঠে আমাদের
মানসিকতা। যদি সে মানসিকতা ধর্মীয় কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ হয়Ñ তাহলে আহত হয়  বিশ^বিবেক। সকল কুসংস্কার ও গোঁড়ামীর বেড়াজাল ছিন্ন করে বিশ^মানব তৈরি করার যে বাক্শৈলী প্রকাশিত হয়েছে রায়োহরণ উপন্যাসে তা সত্যিই প্রশংসার দাবিদার। মুক্তচিন্তার লেখক ড. মোহাম্মদ আমীন সকল ধর্মীয় গোঁড়ামীর ঊর্ধ্বে উঠে সাবলীলভাবে বিশ^ধর্মের জয়গান করেছেন। সবচেয়ে মজার বিষয় হলো, উপন্যাসের চরিত্রগুলো আমাদের অপরিচিত নয়, পরিচিত প্রিয় চরিত্র থেকে যখন কোনো ধারণা আসে তা মনে গেঁথে যায়। লেখকের এই প্রগতিশীল ধারা অব্যাহত থাকুক এটাই কাম্য। ড. মোহাম্মদ আমীন এই উপন্যাসের মাধ্যমে যে শিক্ষা দিয়েছেন তা যদি সংশ্লিষ্টরা অনুভব করতে পারেন, তাহলে কতই না কল্যাণ হবে তাদের, মঙ্গল হবে পৃথিবীর।



গল্পে গল্পে বাংলা বানান / ড. অসিত কুমার পাল

‘গল্পে গল্পে বাংলা বানান’ বাংলা বানান শেখার জন্য লেখা  একটি বই, কিন্তু বইটির কয়েক লাইন পড়লে আপনি অবাক হয়ে দেখবেন, এটি বানান শেখার এমন একটি বই যা কোনো রূপকথার গল্পকেও হার
মানায়। তবে, এটি বানান শেখার বই, কিন্তু কোনো সাধারণ বই নয়। এর লেখক ড. মোহাম্মদ আমীন। ড. মোহাম্মদ আমীনের বানান শেখার কৌশল সম্পর্কে যাদের ধারণা আছে, তারা বুঝতে পারবেন তিনি বাংলা বানানের মতো জটিল বিষয়কেও কত সহজ করে তুলতে পারেন। তার কয়েকটি ক্লাসে আমার উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছে।

এই বইটি শিশুকিশোরদের উপযোগী করে রচিত হলেও যে-কোনো বয়স ও পেশার লোকদের  প্রয়োজন মেটাতে ও আগ্রহ সৃষ্টি করতে সক্ষম হবে। ড. মোহাম্মদ আমীন বর্তমানে বাংলা বানান ও ব্যাকরণে শ্রেষ্ঠ গবেষকদের অন্যতম। ইউনিভার্সিট অব অটোয়ার ভাষাবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আমীনের লেখা ‘গল্পে গল্পে বাংলা বানান’ বইটি পড়ে আমার মনে হয়েছিল-- ছোটোবেলায় এমন একটি বই যদি আমি
হাতে পেতাম তাহলে বাংলা শেখায় জানায়  এবং বোঝায় আমার এত কষ্ট হতো না। দেখামাত্র লুফে নিলাম।  বানান শেখা কত সহজ, কত সহজে বানান শেখা যায় তা বইটি না পড়লে বোঝা যাবে না।
ব্যাকরণ ও বানান যে- কোনো ভাষার জন্য কষ্টকর, কিন্ত গল্পে গল্পে বাংলা বানান বইটি পড়লে আপনার এ ধারণা পাল্টে যাবে। মনে হবে,  বাংলা বানান শেখার মতো আনন্দ আর কিছু নেই। পরিবেশনার গুণে অনেক জটিল বিষয়ও সহজসাধ্য হয়ে যায়, ড. মোহাম্মদ আমীন তার এই বইটিতে তা আবারও প্রমাণ করে দিয়েছেন। আপনার সন্তানকে সহজানন্দে বাংলা শেখায়, বোঝায় এবং জানায় আগ্রহী করে তোলার জন্য একশ টাকা মূল্যের বইটি হাতে তুলে দিন, আপনিও তুলে নিন।বইটির প্রকাশক পুথিনিলয়, পাবেন একুশে গ্রন্থমেলায় ৩০১-৩০৮ নম্বর স্টলে। রকমারি হতেও নিতে পারেন। অথবা যোগাযোগ করতে পারেন- নিশিথ, ০১৯৬৪-২৫৮৬৯৭।