রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯

ড. মোহাম্মদ আমীনের রায়োহরণ /প্রণব রায়



আমরা গড়ে উঠি আমাদের চারপাশের পরিবেশকে কেন্দ্র করে। পরিবেশের উপর নির্ভর করে গড়ে উঠে আমাদের
মানসিকতা। যদি সে মানসিকতা ধর্মীয় কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ হয়Ñ তাহলে আহত হয়  বিশ^বিবেক। সকল কুসংস্কার ও গোঁড়ামীর বেড়াজাল ছিন্ন করে বিশ^মানব তৈরি করার যে বাক্শৈলী প্রকাশিত হয়েছে রায়োহরণ উপন্যাসে তা সত্যিই প্রশংসার দাবিদার। মুক্তচিন্তার লেখক ড. মোহাম্মদ আমীন সকল ধর্মীয় গোঁড়ামীর ঊর্ধ্বে উঠে সাবলীলভাবে বিশ^ধর্মের জয়গান করেছেন। সবচেয়ে মজার বিষয় হলো, উপন্যাসের চরিত্রগুলো আমাদের অপরিচিত নয়, পরিচিত প্রিয় চরিত্র থেকে যখন কোনো ধারণা আসে তা মনে গেঁথে যায়। লেখকের এই প্রগতিশীল ধারা অব্যাহত থাকুক এটাই কাম্য। ড. মোহাম্মদ আমীন এই উপন্যাসের মাধ্যমে যে শিক্ষা দিয়েছেন তা যদি সংশ্লিষ্টরা অনুভব করতে পারেন, তাহলে কতই না কল্যাণ হবে তাদের, মঙ্গল হবে পৃথিবীর।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন