রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯

গল্পে গল্পে বাংলা বানান / ড. অসিত কুমার পাল

‘গল্পে গল্পে বাংলা বানান’ বাংলা বানান শেখার জন্য লেখা  একটি বই, কিন্তু বইটির কয়েক লাইন পড়লে আপনি অবাক হয়ে দেখবেন, এটি বানান শেখার এমন একটি বই যা কোনো রূপকথার গল্পকেও হার
মানায়। তবে, এটি বানান শেখার বই, কিন্তু কোনো সাধারণ বই নয়। এর লেখক ড. মোহাম্মদ আমীন। ড. মোহাম্মদ আমীনের বানান শেখার কৌশল সম্পর্কে যাদের ধারণা আছে, তারা বুঝতে পারবেন তিনি বাংলা বানানের মতো জটিল বিষয়কেও কত সহজ করে তুলতে পারেন। তার কয়েকটি ক্লাসে আমার উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছে।

এই বইটি শিশুকিশোরদের উপযোগী করে রচিত হলেও যে-কোনো বয়স ও পেশার লোকদের  প্রয়োজন মেটাতে ও আগ্রহ সৃষ্টি করতে সক্ষম হবে। ড. মোহাম্মদ আমীন বর্তমানে বাংলা বানান ও ব্যাকরণে শ্রেষ্ঠ গবেষকদের অন্যতম। ইউনিভার্সিট অব অটোয়ার ভাষাবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আমীনের লেখা ‘গল্পে গল্পে বাংলা বানান’ বইটি পড়ে আমার মনে হয়েছিল-- ছোটোবেলায় এমন একটি বই যদি আমি
হাতে পেতাম তাহলে বাংলা শেখায় জানায়  এবং বোঝায় আমার এত কষ্ট হতো না। দেখামাত্র লুফে নিলাম।  বানান শেখা কত সহজ, কত সহজে বানান শেখা যায় তা বইটি না পড়লে বোঝা যাবে না।
ব্যাকরণ ও বানান যে- কোনো ভাষার জন্য কষ্টকর, কিন্ত গল্পে গল্পে বাংলা বানান বইটি পড়লে আপনার এ ধারণা পাল্টে যাবে। মনে হবে,  বাংলা বানান শেখার মতো আনন্দ আর কিছু নেই। পরিবেশনার গুণে অনেক জটিল বিষয়ও সহজসাধ্য হয়ে যায়, ড. মোহাম্মদ আমীন তার এই বইটিতে তা আবারও প্রমাণ করে দিয়েছেন। আপনার সন্তানকে সহজানন্দে বাংলা শেখায়, বোঝায় এবং জানায় আগ্রহী করে তোলার জন্য একশ টাকা মূল্যের বইটি হাতে তুলে দিন, আপনিও তুলে নিন।বইটির প্রকাশক পুথিনিলয়, পাবেন একুশে গ্রন্থমেলায় ৩০১-৩০৮ নম্বর স্টলে। রকমারি হতেও নিতে পারেন। অথবা যোগাযোগ করতে পারেন- নিশিথ, ০১৯৬৪-২৫৮৬৯৭।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন